আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা কমপক্ষে ৮০০ ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও আড়াই হাজার মানুষ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুনার প্রদেশে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভূমিকম্পে ধ্বংসস্তূপে শত শত মানুষ চাপা পড়েছেন। দেশটির সরকারি মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ সোমবার নিশ্চিত করেছেন, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় গণমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, কুনারের মাজার ভ্যালিতে শিশু, নারী ও প্রবীণরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। এক প্রত্যক্ষদর্শী বলেন, “বাইরের সহায়তা না পেলে তাদের উদ্ধার করা সম্ভব নয়।”
জাতিসংঘ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
একুশে সংবাদ/এ.জে