AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালয়েশিয়ায় মধ্যরাতের অভিযানে ৪০০ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৭৭০


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:২৮ এএম, ৩ সেপ্টেম্বর, ২০২৫

মালয়েশিয়ায় মধ্যরাতের অভিযানে  ৪০০ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৭৭০

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় ব্যাপক অভিবাসনবিরোধী অভিযান পরিচালনা করেছে দেশটির কর্তৃপক্ষ। রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় হঠাৎ করেই শুরু হওয়া এ অভিযানে প্রায় ৭৭০ জন অনিবন্ধিত বিদেশি নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে প্রায় চার শতাধিক বাংলাদেশি রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস বুধবার (৩ সেপ্টেম্বর) জানিয়েছে, “অপস বেলাঞ্জা” নামে পরিচিত এ অভিযান চলে টানা দুই ঘণ্টা। ওই সময় রাজধানীর অন্যতম ব্যস্ত বিনোদনকেন্দ্র বুকিত বিনতাংকে কার্যত লকডাউন জোনে পরিণত করে অভিবাসন পুলিশ। প্রতিটি প্রবেশ ও প্রস্থানপথ বন্ধ করে কর্মকর্তারা নথি পরীক্ষা চালান এবং লুকিয়ে থাকা অভিবাসীদের বের করে আনেন।

অভিযানের সময় অনেক অভিবাসী দোকানের ভেতরে, টেবিলের নিচে কিংবা ভবনের ছাদে উঠে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়েন।

অভিবাসন বিভাগের মহাপরিচালক বাসরি ওসমানের নেতৃত্বে ১০৬ কর্মকর্তা এ অভিযানে অংশ নেন। তিনি জানান, মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়— এর মধ্যে স্থানীয় ৮৪৫ জন এবং ১ হাজার ৬০০ জন বিদেশি নাগরিক।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে বাংলাদেশি ৩৯৬ জন— এর মধ্যে ৩৯৪ জন পুরুষ ও ২ জন নারী। এছাড়া মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৯ জন এবং অন্যান্য দেশের ৯ জন রয়েছেন।

বাসরি ওসমান আরও জানান, অনিবন্ধিত অভিবাসীরা মূলত ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া, বৈধ কাগজপত্র না থাকা কিংবা অনুমতি ছাড়া কাজ করার কারণে আটক হয়েছেন। তিনি বলেন, “বুকিত বিনতাং এলাকায় দীর্ঘদিন ধরেই বিদেশিদের ভিড় বাড়ছিল। নাইটলাইফ ও বাণিজ্যকেন্দ্র হওয়ায় এ জায়গা অনিবন্ধিত শ্রমিকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। তিন সপ্তাহের নজরদারির পর অভিযান চালানো হয়।”

অভিযানে কর্মকর্তারা একটি অবৈধ জুয়ার আসরও শনাক্ত করেন, যেখানে অনলাইন জুয়ার আয়োজন চলছিল। ঘটনাস্থল থেকে কয়েকজন বিদেশিকেও আটক করা হয়েছে।

প্রাথমিক যাচাই শেষে আটক ব্যক্তিদের পুত্রজায়ার অভিবাসন কার্যালয়ে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে তাদের আটককেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছেন বাসরি। তিনি আরও বলেন, অনিবন্ধিত কর্মীদের দমন ও বৈধ শ্রমিক নিয়োগ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!