ঘানায় একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ ও পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মেদসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দেশটির এক সরকারি মুখপাত্রের বরাতে এই তথ্য জানিয়েছে।
বুধবার (৬ আগস্ট) সেন্ট্রাল আশান্তি অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় বলে জানায় দেশটির প্রতিরক্ষা বাহিনী।
প্রেসিডেন্টের কার্যালয় নিশ্চিত করেছে, দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা পাঁচ যাত্রী ও ছয়জন ক্রু সদস্যের সবাই নিহত হয়েছেন।
প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট জন মহামার মন্ত্রিসভায় যোগ দেন। অপরদিকে, ইব্রাহিম মুরতালা মুহাম্মেদ পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।
দুই শীর্ষ মন্ত্রীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জন মহামা। প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ বলেন,“আমাদের সহকর্মী এবং দেশের সেবায় নিয়োজিত সেনা সদস্যদের এই মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি রাষ্ট্রপতির পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হচ্ছে।”
ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে ঘানার বিমান বাহিনী। দুর্ঘটনার সময় আবহাওয়া পরিস্থিতি কেমন ছিল—তাও খতিয়ে দেখা হচ্ছে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

