AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ে ১৪ বছর পর পৈতৃক ওয়ারিশ সম্পত্তি ফিরে পেলেন বৃদ্ধা মায়া বেগম


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
১২:১৩ পিএম, ৩ সেপ্টেম্বর, ২০২৫

লৌহজংয়ে ১৪ বছর পর পৈতৃক ওয়ারিশ সম্পত্তি ফিরে পেলেন বৃদ্ধা মায়া বেগম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে দীর্ঘ ১৪ বছরের আইনি লড়াই শেষে পৈতৃক ওয়ারিশ সম্পত্তি ফিরে পেলেন বৃদ্ধা মায়া বেগম ও তার দরিদ্র পরিবার। আদালতের নির্দেশে পরিচালিত উচ্ছেদ অভিযানে প্রায় ১০ শতাংশ জায়গা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের ইশরাত কমিউনিটি সেন্টারের পাশের দক্ষিণ হলদিয়া মৌজার আরএস ১৩৯ ও ১৪০ নম্বর দাগে এ অভিযান পরিচালিত হয়। মুন্সীগঞ্জ আদালতের দায়িত্বপ্রাপ্ত নাজির মো. মেহেদী হাসানের নেতৃত্বে অভিযানে অংশ নেয় মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের একটি দল, লৌহজং থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিস।

স্থানীয় সূত্রে জানা যায়, মায়া বেগমের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিলেন এলাকার মো. সোহেল শেখ নামে এক ব্যক্তি। এ সময় তিনি জাল–জালিয়াতির মাধ্যমে সম্পত্তির কিছু অংশ একাধিক দফায় বিক্রিও করেন। এ ঘটনায় মায়া বেগম ২০১১ সালে মুন্সীগঞ্জ দেওয়ানি আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত মায়া বেগমের পক্ষে রায় ঘোষণা করেন।

সম্পত্তি ফিরে পেয়ে আবেগাপ্লুত মায়া বেগম বলেন, “আমাদের বাবা অনেক ছোটবেলায় মারা যান। মা অনেক কষ্ট করে আমাদের পাঁচ ভাইবোনকে মানুষ করেছেন। তিনি বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন। এই সম্পত্তি ফিরে পাওয়ার জন্য সোহেলসহ এলাকার অনেকের কাছে গিয়েছি, কিন্তু কেউ পাত্তা দেয়নি। অবশেষে আইনের মাধ্যমে আমার সম্পত্তি ফিরে পেয়েছি। আদালত ও প্রশাসনের কাছে আমি খুবই কৃতজ্ঞ।”

 

একুশে সংবাদ/মু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!