AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৭০০


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:৫০ পিএম, ১৯ আগস্ট, ২০২৫

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৭০০

পাকিস্তানে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় প্রাণহানি অব্যাহতভাবে বাড়ছে। সর্বশেষ খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নতুন করে ২৬ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৯ জনে।

মঙ্গলবার (১৯ আগস্ট) পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য উদ্ধৃত করে এ খবর জানিয়েছে আনাদোলু সংবাদ সংস্থা।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া অঞ্চল। শুধুমাত্র বুনের জেলায়ই অন্তত ২২২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। শুক্রবার রাতে হঠাৎ সৃষ্ট বন্যায় বুনেরের বেশ কয়েকটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। উদ্ধারকাজ এখনও চলছে।

গত ২৬ জুন থেকে শুরু হওয়া মৌসুমি বৃষ্টির প্রভাবে ধীরে ধীরে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া অস্বাভাবিক বৃষ্টিপাত ও মেঘ বিস্ফোরণের ঘটনায় কয়েক ঘণ্টার মধ্যেই সৃষ্টি হয় আকস্মিক বন্যা। এতে ভেসে গেছে শত শত ঘরবাড়ি, অবকাঠামো ও গবাদিপশু। খাইবার পাখতুনখাওয়া দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ৭৮০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৩৪৯টি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, আগামী ২১ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এজন্য স্থানীয়দের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার জানিয়েছেন, দুর্গত এলাকা থেকে প্রায় ২৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় এক হাজার মানুষ।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!