রাশিয়ার আমুর অঞ্চলে নিখোঁজ যাওয়া আন-২৪ মডেলের একটি যাত্রীবাহী বিমানের পোড়া ধ্বংসাবশেষ শনাক্ত করেছে উদ্ধারকারী দল। দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করে।
ফরাসি সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়, রুশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (রোসাভিয়াতসিয়া)-এর একটি এমআই-৮ হেলিকপ্টার আকাশ থেকে অনুসন্ধান চালানোর সময় বিমানের পুড়ে যাওয়া কাঠামো দেখতে পায়।
এর আগে সকালে বিমানটি রাডার থেকে হারিয়ে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে ৪৩ জন যাত্রী (যার মধ্যে ৫ শিশু ছিল) এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। বিমানটি সাইবেরিয়া-ভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইন্স পরিচালনা করছিল এবং এটি চীনের সীমান্তবর্তী টাইন্দা শহরের উদ্দেশে যাত্রা করেছিল।
বিমান নিখোঁজ হওয়ার পরপরই উদ্ধার অভিযানে বিমান, হেলিকপ্টার ও স্থলভিত্তিক দল মোতায়েন করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর একটি হেলিকপ্টার থেকে বিমানের ফিউসেলাজ পুড়ে ধ্বংস হওয়া অবস্থায় দেখা যায়।
আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ বলেন, সম্ভাব্য হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তবে উদ্ধার অভিযান চলছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হচ্ছে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে