AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শান্তির জন্য ইউক্রেন-রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৫৩ এএম, ১৯ আগস্ট, ২০২৫

শান্তির জন্য ইউক্রেন-রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তিচুক্তিতে পৌঁছাতে হলে উভয় পক্ষকেই কিছু ভূখণ্ডগত ছাড় দিতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (১৯ আগস্ট) বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, “এটা সহজ নয়, হয়তো ন্যায়সংগতও নয়, কিন্তু যুদ্ধ শেষ করতে হলে এমনটিই করতে হবে।” তিনি আরও জানান, ঠিক কোন সীমারেখা নির্ধারিত হবে তা পুতিন ও জেলেনস্কির আলোচনার মাধ্যমে স্থির করা হবে, আর যুক্তরাষ্ট্র সেখানে শুধু সমন্বয়কারী ভূমিকা পালন করবে।

রুবিও উল্লেখ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের পাশাপাশি অ-ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও কাজ করছে যাতে যুদ্ধ-পরবর্তী সময়ে ইউক্রেনের জন্য একটি টেকসই নিরাপত্তা নিশ্চয়তা গড়ে তোলা যায়।

তিনি বলেন, “অনেক দেশই নিরাপত্তা নিশ্চয়তা দিতে আগ্রহী। তবে ইউক্রেনের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, তাদের ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী নিশ্চয়তা হবে একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা।”

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!