চোখের স্বচ্ছ অংশ কর্ণিয়ায় ক্ষতিকর প্রভাব ফেলতে পারে ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা— এমন আশঙ্কার কথা জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, এই টিকার প্রভাবে দৃষ্টিশক্তির উপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।
গত শুক্রবার (১৮ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।
ডেইলি মেইলের তথ্যমতে, তুরস্কের গবেষকরা ৬৪ জন মানুষের উপর এই পরীক্ষা চালান। টিকা নেওয়ার আগে ও দ্বিতীয় ডোজের দুই মাস পর তাদের চোখের কর্নিয়ার ভেতরের স্তর— এন্ডোথেলিয়াম— পর্যবেক্ষণ করা হয়।
গবেষণায় দেখা যায়, দ্বিতীয় ডোজ নেওয়ার পর কর্নিয়ার পুরুত্ব কিছুটা বেড়েছে, কোষের সংখ্যা কমেছে এবং কোষের আকারে অনিয়ম দেখা দিয়েছে। সাধারণত এ ধরনের পরিবর্তন চোখের কোষে চাপ, প্রদাহ বা কোষের মৃত্যু ঘটার ইঙ্গিত দেয়।
স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য এই পরিবর্তন তেমন বড় ঝুঁকি তৈরি নাও করতে পারে। তবে যাদের চোখ আগে থেকেই দুর্বল, যাদের চোখে অস্ত্রোপচার হয়েছে বা কর্ণিয়া প্রতিস্থাপন করা হয়েছে, তাদের জন্য এটি উদ্বেগের কারণ হতে পারে।
গবেষণায় দেখা গেছে, অংশগ্রহণকারীদের কর্নিয়ার গড় পুরুত্ব ৫২৮ মাইক্রোমিটার থেকে বেড়ে ৫৪২ মাইক্রোমিটার হয়েছে, অর্থাৎ প্রায় ২ শতাংশ বৃদ্ধি। যদিও এই পরিবর্তন বড় মনে না হলেও দীর্ঘ মেয়াদে কর্নিয়ার স্বচ্ছতা কমে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে।
এছাড়া, কর্নিয়ার স্বচ্ছতা রক্ষায় প্রয়োজনীয় এন্ডোথেলিয়াল কোষের সংখ্যা কমে গেছে প্রতি বর্গমিলিমিটারে ২ হাজার ৫৯৭ থেকে ২ হাজার ৩৭৮-এ, অর্থাৎ প্রায় ৮ শতাংশ হ্রাস পেয়েছে। যদিও এই সংখ্যাটি এখনও নিরাপদ মাত্রায় আছে, তবে যাদের কোষ সংখ্যা আগে থেকেই কম, তাদের জন্য এটি উদ্বেগজনক হতে পারে।
সাধারণত এই কোষগুলো ছয়কোনা (হেক্সাগোনাল) আকারে সজ্জিত থাকে। গবেষণায় দেখা গেছে, টিকা নেওয়ার পর এ ধরনের কোষের অনুপাত ৫০ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশে নেমে এসেছে। পাশাপাশি কোষের আকারের বৈচিত্র্য বোঝাতে ব্যবহৃত কোইফিসিয়েন্ট অব ভ্যারিয়েশন বেড়েছে ৩৯ থেকে ৪২-এ, যা অস্বাভাবিকতা নির্দেশ করে।
গবেষকরা বলছেন, এ ধরনের পরিবর্তন ইঙ্গিত দেয়— চোখের কোষগুলো কোনোভাবে চাপ বা প্রদাহের প্রতিক্রিয়া দেখাচ্ছে। যদিও এই মুহূর্তে দৃষ্টিশক্তিতে সরাসরি সমস্যা দেখা যায়নি, তবে দীর্ঘ মেয়াদে কী ধরনের প্রভাব ফেলবে তা জানতে আরও গবেষণা প্রয়োজন।
গবেষণায় অংশগ্রহণকারীদের চোখের কর্নিয়া পরীক্ষায় টোমি ইএম-৪০০০ স্পেকুলার মাইক্রোস্কোপ এবং সিরিয়াস কর্নিয়াল টপোগ্রাফি যন্ত্র ব্যবহার করা হয়। দৃষ্টি, চোখের চাপসহ চোখের সামগ্রিক স্বাস্থ্যও যাচাই করা হয়।
গবেষকরা জানাচ্ছেন, এই তথ্যের ভিত্তিতে এখনই টিকা গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন না। তবে যাদের চোখে আগে থেকেই সমস্যা রয়েছে, তাদের জন্য কর্নিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে