রাশিয়ায় ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প এবং পরবর্তী সুনামির প্রভাবে উপকূলীয় ঝুঁকির মুখে পড়েছে জাপান। রাজধানী টোকিওসহ উপকূল ও পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
জাপানের আগুন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দেশের ২১টি প্রশাসনিক অঞ্চল (প্রিফেকচার) থেকে অন্তত ১৯ লাখ ৫৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি সরিয়ে নেওয়া হচ্ছে হোক্কাইডো, কানাগাওয়া এবং ওয়াকায়ামা এলাকা থেকে।
বুধবার ভোরে রাশিয়ার কামচাটকা অঞ্চলে আঘাত হানে ৮.৮ মাত্রার একটি ভূমিকম্প, পরপরই আসে ৬.৯ মাত্রার একটি আফটারশক। এর জেরে জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে প্রায় ৪ মিটার উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়ে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, টোকিওসহ কিছু এলাকায় সুনামির ঢেউ আঘাত হানলেও আশঙ্কার তুলনায় ক্ষয়ক্ষতির মাত্রা কম। আপাতত ঢেউয়ের উচ্চতা ৩০ থেকে ৫০ সেন্টিমিটারের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।
তবে সুনামির কারণে দেশটির বিভিন্ন পরিবহন ব্যবস্থায় বিপর্যয় দেখা দিয়েছে। হোক্কাইডো এবং টোকিওর মধ্যে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। পাশাপাশি সেন্দাই আন্তর্জাতিক বিমানবন্দরও তার সকল কার্যক্রম স্থগিত করেছে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে