গাজায় চলমান সংঘাত থামাতে ইসরায়েলের সঙ্গে ৬০ দিনের নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে হামাস। সোমবার (১৮ আগস্ট) মিসরের সরকারি একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
চুক্তির শর্ত অনুযায়ী, হামাস তাদের হাতে থাকা জিম্মিদের অর্ধেক ফেরত দেবে এবং ইসরায়েলও কিছু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাঈম জানান, মধ্যস্থতাকারীদের উপস্থাপিত নতুন যুদ্ধবিরতির প্রস্তাব তারা গ্রহণ করেছেন।
তবে এ বিষয়ে এখনো ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মিসরীয় সূত্র বলছে, প্রস্তাবে ইসরায়েলের সামরিক অভিযান ৬০ দিনের জন্য স্থগিত রাখার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের সমাপ্তির লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তির রূপরেখাও এতে রয়েছে।
এদিকে ইসরায়েলে যুদ্ধবিরতির দাবিতে হাজারো মানুষ বিক্ষোভ করেছে। আন্দোলনকারীরা গাজায় বন্দি থাকা বাকি ৫০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করার আহ্বান জানায়। ইসরায়েলি কর্তৃপক্ষের ধারণা, তাদের মধ্যে অন্তত ২৯ জন এখনো জীবিত আছেন।
গাজার পূর্বাঞ্চলে নতুন ইসরায়েলি স্থল অভিযানের আশঙ্কায় হাজার হাজার ফিলিস্তিনি পশ্চিম ও দক্ষিণ অংশে আশ্রয় নিচ্ছেন। তবে সেসব এলাকাতেও বিমান ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলের সেনারা।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে