খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আগামী তিন দিন তিনি নিজ বাসভবন থেকে দাপ্তরিক দায়িত্ব পালন করবেন।
নেতানিয়াহুর দপ্তর জানায়, ৭৫ বছর বয়সী এই নেতা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে পানিশূন্যতা ও অন্ত্রের প্রদাহ ধরা পড়ে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়, চিকিৎসকদের পরামর্শে প্রধানমন্ত্রী কিছুদিন বিশ্রামে থাকবেন। তবে রাষ্ট্রীয় সব কাজ তিনি বাসা থেকেই পরিচালনা করবেন।
এর আগে, ২০২৩ সালে নেতানিয়াহুর শরীরে পেসমেকার বসানো হয়। এছাড়া গত বছরের ডিসেম্বরে মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়লে তার প্রোস্টেট অপসারণ করা হয়।
একুশে সংবাদ/জা.নি/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

