সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজামান চৌধুরীর তিনটি কোম্পানি বর্তমানে যুক্তরাজ্যের আর্থিক সংস্থা গ্রান্ট থর্নটনের সহযোগী প্রতিষ্ঠানের অধীনে প্রশাসকের তত্ত্বাবধানে রয়েছে। খবরটি জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম বিসনাউ শুক্রবার (৮ আগস্ট)।
তিনটি কোম্পানির মোট সম্পদের পরিমাণ প্রায় ১৪২ মিলিয়ন পাউন্ড। গত ২৯ জুলাই থেকে এই কোম্পানিগুলো প্রশাসনের নিয়ন্ত্রণে এসেছে। সাধারণত কোনো কোম্পানি ঋণ পরিশোধ বা ব্যবসা চালাতে ব্যর্থ হলে দেউলিয়া ঘোষণা করা হয় এবং প্রশাসক নিয়োগ করে কোম্পানিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হয়।
সূত্র জানায়, সাইফুজামানের মালিকানাধীন ‘জেটিএস প্রপার্টিস লিমিটেড’, ‘রুখমিলা প্রপার্টিস লিমিটেড’ এবং ‘নিউ ভেঞ্চার্স (লন্ডন) লিমিটেড’-সহ মোট ছয়টি কোম্পানির ওপর প্রশাসক নিয়োগ করা হয়েছে। এই তিনটির মধ্যে ‘জেটিএস প্রপার্টিস’ এর সম্পদ সর্বোচ্চ, প্রায় ৭৭ মিলিয়ন পাউন্ড।
তথ্য অনুযায়ী, এসব কোম্পানির কাছে বিভিন্ন ব্যাংক থেকে ৭৮ মিলিয়ন পাউন্ড ঋণ রয়েছে। এর মধ্যে সিঙ্গাপুরের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিবিএস ‘জেটিএস প্রপার্টিস’-এর বিভিন্ন সম্পত্তির বিপরীতে ঋণ দিয়েছে।
সাইফুজামানের বিরুদ্ধে যুক্তরাজ্যে অর্থপাচারসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশনও তাকে অভিযুক্ত করেছে। এ ছাড়া যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা তার ১৭০ মিলিয়ন পাউন্ডের সম্পদ জব্দ করেছে।
বিসনাউ জানায়, সাইফুজামান লন্ডনে ফ্ল্যাট ও আবাসন ব্যবসায় প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ অর্জন করেছেন, যদিও তার মন্ত্রীর বেতন ছিল সীমিত। গত বছরের শুরু থেকেই তার কয়েকটি কোম্পানিতে প্রশাসক নিয়োগ দেয়া হচ্ছে এবং এসব কোম্পানির সম্পদ বিক্রির প্রক্রিয়া চলছে।
এই পরিস্থিতি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজামানের ব্যবসায়িক দেউলিয়ার দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়।
সূত্র: বিসনাউ
একুশে সংবাদ//র.ন