AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের হরিদ্বারে মন্দিরে পদতলিত হয়ে প্রাণ হারালেন ৬ জন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:১৩ পিএম, ২৭ জুলাই, ২০২৫

ভারতের হরিদ্বারে মন্দিরে পদতলিত হয়ে প্রাণ হারালেন ৬ জন

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার শহরের মনসা দেবী মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়ে পদদলিত হয়ে অন্তত ৬ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫৫ জন।

রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মূল মন্দিরের সিঁড়ি ঘেঁষা পথে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়লে উপস্থিত ভক্তদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। একপর্যায়ে হুড়োহুড়িতে সৃষ্টি হয় বিশৃঙ্খলা এবং পদদলনের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই হরিদ্বার পুলিশের পাশাপাশি রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী উদ্ধার কাজে অংশ নেয়। এখন পর্যন্ত আহত ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হরিদ্বারের সিনিয়র পুলিশ সুপার প্রমেন্দ্র সিং ডোবাল। তিনি জানান, নিহতদের সংখ্যা ছয়জন, তবে আহতের সংখ্যা বাড়তে পারে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, উৎসব উপলক্ষে মন্দিরে বিপুল ভক্তসমাগম ঘটেছিল। এমন অবস্থায় সামান্য উত্তেজনাও ভয়াবহ পরিস্থিতির জন্ম দেয়।

এক আহত ভক্ত জানান, হঠাৎ ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। তার হাতে মারাত্মক চোট লাগে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এদিকে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!