সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে রুবেল মিয়া হত্যা মামলার প্রধান আসামি মনির মিয়া (৫০) সহ আরও দুইজন গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া অন্য দুইজন হলেন, ৮ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জুয়েল মিয়া (৩২) এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি রাজু মিয়া।
গ্রেফতার তিনজনকেই শনিবার (২৬ জুলাই) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা।
জগন্নাথপুর থানা পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৫ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞার দিকনির্দেশনায় পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল-আমিন, দীপঙ্কর হালদার, নুর উদ্দিন আহমদ, শাহ আলম, রিফাত সিকদার, কবির আহমদ এবং এএসআই হুমায়ূন কবির বাহার ও কামাল উদ্দিন।
অভিযানে তথ্য-প্রযুক্তির সহায়তায় সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকা থেকে কলকলিয়া ইউনিয়নের সুনুয়াখাই (লতিফনগর) গ্রামের মৃত তুরাব আলীর পুত্র ও রুবেল মিয়া (২৬) হত্যা মামলার প্রধান আসামি মনির মিয়াকে গ্রেফতার করা হয়।
পৃথক অভিযানে ৮ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর (রৌদর) গ্রামের জমির মিয়ার পুত্র মো. জুয়েল মিয়াকে এবং সিআর-১৫৭/২৩ (জগঃ) মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, মিরপুর ইউনিয়নের বড়কাপন গ্রামের আবন মিয়ার পুত্র রাজু মিয়াকেও আটক করা হয়।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে