AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৈশ্বিক ও আঞ্চলিক শান্তিতে পাকিস্তানের অবদানের প্রশংসা করল যুক্তরাষ্ট্র


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৩০ এএম, ২৬ জুলাই, ২০২৫

বৈশ্বিক ও আঞ্চলিক শান্তিতে পাকিস্তানের অবদানের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন ডিসিতে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই বৈঠকে বিশ্ব ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন রুবিও।

বৈঠকে ইসহাক দার উল্লেখ করেন, পাকিস্তান শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী এবং পরমাণু শক্তিধর দেশ হিসেবে দায়িত্বশীল আচরণ করে আসছে। তিনি জানান, ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নিরসনে যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর মধ্যস্থতামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি অভিযোগ করেন, পাকিস্তানকে বিশ্বমঞ্চে প্রশ্নবিদ্ধ করতে ভারত সন্ত্রাসবাদের মতো অপপ্রচারের পথ বেছে নিচ্ছে। দার আরও বলেন, “আমরা প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং সংশ্লিষ্ট দলের মধ্যস্থতাকারী ভূমিকার প্রতি কৃতজ্ঞ। পাকিস্তান তার কোনো প্রতিবেশীর সঙ্গে সংঘাতে জড়াতে চায় না।”

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, রুবিও ও দারের এটিই প্রথম সরাসরি বৈঠক, এর আগে তাদের মধ্যে টেলিফোনে যোগাযোগ হয়েছিল। এ আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি সম্ভাব্য সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়।

ইসহাক দার জানান, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য পাকিস্তান একটি সম্ভাবনাময় গন্তব্য। দুই দেশের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে রয়েছে অভিন্ন স্বার্থ ও দৃষ্টিভঙ্গি। তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রে বসবাসরত পাকিস্তানি কমিউনিটি দুই দেশের মধ্যে সহযোগিতার সেতুবন্ধন হিসেবে কাজ করছে।”

বৈঠকে অর্থনীতি, বাণিজ্য, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সন্ত্রাসবিরোধী প্রচেষ্টায় পারস্পরিক সহযোগিতার ওপর নতুন করে গুরুত্বারোপ করা হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে, রুবিও বৈঠকে ইরান সংক্রান্ত আলোচনায় পাকিস্তানের আগ্রহ ও স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!