AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাইজেরিয়ায় যাত্রীবাহী নৌকাডুবি, ২৫ জনের মৃত্যু – নিখোঁজ বহু


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:২৭ পিএম, ২৭ জুলাই, ২০২৫

নাইজেরিয়ায় যাত্রীবাহী নৌকাডুবি, ২৫ জনের মৃত্যু – নিখোঁজ বহু

নাইজেরিয়ার নাইজার রাজ্যে যাত্রীবোঝাই একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। রোববার (২৭ জুলাই) এই দুর্ঘটনার খবর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাইজার রাজ্যের মুনিয়া এলাকা থেকে শিরোরো শহরের বাজারমুখী একটি নৌকা মাঝপথেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বহু যাত্রী পানিতে তলিয়ে যান। উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করেছেন। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।

এক সরকারি কর্মকর্তা জানান, ঠিক কতজন যাত্রী ওই নৌকাটিতে ছিলেন তা নিশ্চিতভাবে জানা না গেলেও, স্থানীয়দের ধারণা—প্রায় শতাধিক যাত্রী নৌকাটিতে ছিলেন। এটি ছিল একটি স্থানীয় বাজারমুখী যাত্রীবাহী নৌকা।

বর্ষা মৌসুমে নাইজেরিয়ার নদ-নদীগুলোতে পানির স্রোত বেড়ে যাওয়ায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে। অধিকাংশ ক্ষেত্রেই নৌকাগুলো অতিরিক্ত যাত্রী বহন করে, নিরাপত্তা সরঞ্জামের অভাব থাকে এবং বহু নৌযানই অকার্যকর অবস্থায় পরিচালিত হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার অভিযান চলমান থাকবে যতক্ষণ না নিখোঁজদের অবস্থান নিশ্চিত হওয়া যায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, নাইজেরিয়ার অনেক গ্রামীণ অঞ্চলে নৌপথই মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম। তবে প্রয়োজনীয় নিরাপত্তা না থাকায় প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে।

 

একুশে সংবাদ/ ই.ক/এ.জে

Link copied!