বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা”র ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষে ভোট চাওয়ার আহ্বানে ভোলার চরফ্যাশনে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের পক্ষে চরফ্যাশন আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করেন স্থানীয় আইনজীবীরা।
এ সময় এডভোকেট হযরত আলী হিরণের নেতৃত্বে উপস্থিত ছিলেন এডভোকেট হারুনুর রশিদ ফরাজী, এডভোকেট শাহাবুদ্দিন মালতিয়া, এডভোকেট লিটন মাতব্বর, এডভোকেট রুবেল তালুকদার, এডভোকেট রাকিবুল ইসলাম মুন্সী, এডভোকেট জুবায়ের, এডভোকেট আসাদসহ আরও অনেকে।
লিফলেট বিতরণকালে বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা” জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দিকনির্দেশনা দেবে।
এ সময় উপস্থিত আইনজীবীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এডিশনাল পিপি এডভোকেট হযরত আলী হিরণ বলেন, “আদালতে আসা বিচার প্রার্থীদের ন্যায় বিচার পাওয়ার নিশ্চয়তা দিচ্ছি এবং কাউকে কোনোরকম হয়রানির শিকার হতে হবে না।”
একুশে সংবাদ/এ.জে
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
