জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরিবেশবান্ধব গতি নিয়ন্ত্রিত অটোরিক্সা পুনরায় চালুর বিষয়ে প্রশাসনিক অনুমোদনসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে।
গত রবিবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মাহতাব উজ জাহিদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানকে সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) মো আবুল কাশেমকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে অন্য সদস্যরা হলেন, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারী প্রক্টর অসীম চন্দ্র রায়, ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা-২) জনাব মো. জেফরুল হাসান চৌধুরী , ডেপুটি রেজিস্ট্রার, পরিবহন অফিস জনাব মো. ইব্রাহীম, সহ-সভাপতি (ভিপি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জনাব আব্দুর রশিদ (জিতু), (জিএস), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জনাব মো. মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক পরিবহন ও যোগাযোগ সম্পাদক, জনাব মো. তানভীর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং কার্যকরী সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জনাব মোহাম্মদ আলী চিশতী।
একুশে সংবাদ/এ.জে
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
