AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় ড্রেনে সুয়ারেজ লাইন সংযোগে নিষেধাজ্ঞা



মান্দায় ড্রেনে সুয়ারেজ লাইন সংযোগে নিষেধাজ্ঞা

নওগাঁর মান্দা উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় জলাবদ্ধতা নিরসনের জন্য নির্মাণাধীন ড্রেনে বাসাবাড়ি ও স্থাপনার সুয়ারেজ লাইন সংযোগ না দিতে উপজেলা প্রশাসন নির্দেশ দিয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে ড্রেন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হলেও স্থানীয় কিছু বাসিন্দার জায়গা প্রদান না করায় নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে বরাদ্দও ফেরত গেছে।

এরই মধ্যে কিছু বাসাবাড়ি ও স্থাপনা থেকে ওই নির্মাণাধীন ড্রেনে সুয়ারেজ লাইন সংযোগ দেওয়া হয়েছে, যার ফলে এলাকায় নতুন করে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ড্রেনটির নির্মাণ কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো বাসাবাড়ি বা স্থাপনা থেকে ড্রেনে সুয়ারেজ লাইন সংযোগ না দিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর অনুষ্ঠিত সভায় ড্রেন সংক্রান্ত বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!