নওগাঁর নিয়ামতপুরে সাথী পার্কের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী-ছাতড়া আঞ্চলিক সড়কের পার্শ্বে আমইল এলাকায় পার্কটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
সাথী পার্কের স্বত্বাধিকারী আলহাজ্ব শামসুল হক মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রার্থী মোস্তাফিজুর রহমান। শিশুসহ সকল শ্রেণির মানুষের বিনোদনের জন্য প্রায় ২৫ বিঘা জমির ওপর পার্কটি সারাদিন উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংক নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ (ডিজিএম) কাজী মেহেদী হাসান, সোনালী ব্যাংক নিয়ামতপুর শাখা ম্যানেজার তুহিন রেজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিউল্লাহ সোনার, রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু, সাথীসহ শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পার্কটিতে শিংহ, হাতি, হরিণ, ঘোড়া, ডাইনোসর, ডলফিন, দোয়লেসহ বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি নির্মাণ কাজ চলছে। এছাড়া পানির ফোয়ারা, স্লাইডার, বাচ্চাদের দোলনা এবং দৃষ্টিনন্দন অন্যান্য বিনোদন উপকরণের কাজও চলছে।
প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, “শিশুদের বিনোদনের জন্য ব্যক্তি উদ্যোগে এই পার্কটি নির্মাণ করা হয়েছে। শিশুদের নির্মল আনন্দ দানের উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এটি উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকার শিশু ও সর্বস্তরের জনগণের মাঝে বিনোদনের নতুন মাত্রা যোগ করবে।”
একুশে সংবাদ/এ.জে
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
