যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ করবে, তবে এর অর্থায়ন করবে ন্যাটো জোট। এ সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত ঘোষণা আসবে আগামী সোমবার, বলে জানান তিনি।
ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, “আমরা অস্ত্র পাঠাবো, তবে ন্যাটো তার পুরো মূল্য দেবে এবং পরে ইউক্রেন তা পাবে।” তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র প্রেসিডেনশিয়াল ড্রডাউন অথরিটি ব্যবহার করে সরাসরি অস্ত্র পাঠাবে—যার আওতায় জরুরি ভিত্তিতে মিত্রদেশে যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুত থেকে সরবরাহ করা সম্ভব হয়।
ট্রাম্প জানান, ইউক্রেনে চলমান সংঘাত প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তিনি অসন্তোষ প্রকাশ করেছেন, বিশেষ করে যুদ্ধ বন্ধে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায়। তিনি বলেন, “সোমবার আমি রাশিয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে যাচ্ছি।”
যুক্তরাষ্ট্রের দুইটি সূত্র জানিয়েছে, প্রস্তাবিত সামরিক সহায়তা প্যাকেজের সম্ভাব্য মূল্য প্রায় ৩০ কোটি মার্কিন ডলার। এতে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং মাঝারি পাল্লার আক্রমণাত্মক রকেট অন্তর্ভুক্ত থাকতে পারে।
উল্লেখ্য, এর আগে ট্রাম্প প্রশাসন ইউক্রেনে কেবল বাইডেন সরকারের অনুমোদিত অস্ত্রই পাঠিয়েছিল। তবে এবার তিনি নিজ ক্ষমতাবলে সরাসরি অস্ত্র সহায়তার উদ্যোগ নিতে যাচ্ছেন বলে জানা গেছে।
যদিও ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সহায়তা দেওয়ার বিষয়ে ট্রাম্প অতীতে সমালোচনামূলক অবস্থান নিয়েছিলেন, তবে সাম্প্রতিক বক্তব্যে তিনি কিয়েভের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং রাশিয়ার প্রতি অসন্তোষও প্রকাশ করেন।
একুশে সংবাদ/জা.নি/এ.জে