AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, গ্রেপ্তার ৪


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৩৫ পিএম, ১১ জুলাই, ২০২৫

পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, গ্রেপ্তার ৪

রাজধানীর পুরান ঢাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে এই ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম মো. সোহাগ (৩৯), যিনি লাল চাঁদ নামে এলাকায় পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, প্রথমে মিটফোর্ড হাসপাতালের ভেতরে সোহাগকে বেধড়ক মারধর করা হয়। এরপর টেনে-হিঁচড়ে গেটের বাইরে এনে বড় পাথরখণ্ড দিয়ে তার মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে হত্যাকারীরা। এই মর্মান্তিক ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সোহাগ কেরানীগঞ্জে বসবাস করতেন। ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ একটি গ্রুপের সঙ্গে তার দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। একসময় নিহত ও অভিযুক্তরা রাজনৈতিকভাবে যুবদলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলেও জানিয়েছে এলাকাবাসী।

এ ঘটনায় সোহাগের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) এবং তারেক রহমান রবিন (২২)–কে গ্রেপ্তার করা হয়েছে। রবিনের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।

এছাড়াও র‌্যাবের অভিযানে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!