দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১১ জুলাই) বিকেলে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল। বক্ততব্যে তিনি বলেন, "বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস। তিনি আরো বলেন, বিএনপি সব সময় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছে এবং আগামীতেও এই দাবি আদায়ে রাজপথে থাকবে"।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মন্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাজাহান (বিকম), সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মাসুদ খান এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও গুনারিতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান।
এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপির সদস্য সংগ্রহ অভিযান দলকে আরও শক্তিশালী করবে এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা দেশের সকল গণতন্ত্রকামী মানুষকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এই কর্মসূচির মাধ্যমে দলে নতুন সদস্য অন্তর্ভুক্তির পাশাপাশি পুরোনো সদস্যদের সদস্যপদ নবায়ন করা হয়।
উল্লেখ্য, বিএনপি ১৫ মে থেকে শুরু হওয়া দেশব্যাপী সদস্য নবায়ন ও নতুন সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে আজ মাদারগঞ্জ উপজেলায় এই কর্মসূচি পালন করা হয়।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে