মাত্র এক ঘণ্টার ব্যবধানে ইসরায়েলের ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। শনিবার (১৪ জুন) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং ইরানি বার্তা সংস্থা মেহের এ তথ্য নিশ্চিত করেছে।
মেহেরের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিভিন্ন অঞ্চলে আকাশসীমা লঙ্ঘনের পর এসব ইসরায়েলি বিমান ভূপাতিত করা হয়। ইরানের আল-আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডারও এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া, আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের খবরে জানানো হয়, ইরানি আকাশ প্রতিরক্ষা বাহিনী শনিবার আরও একটি ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। দাবি করা হয়, বিমানটি ইরানের আকাশসীমায় ঢোকার পরই ধ্বংস করা হয় এবং পাইলট প্যারাশুট ব্যবহার করে পালিয়ে যান।
এর আগে ইরান জানিয়েছিল, তারা ইতোমধ্যে তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে এবং দুটি বিমানের পাইলটকে আটক করেছে। এদের মধ্যে একটি বিমান পশ্চিম ইরানের আকাশে ভূপাতিত হয় এবং প্যারাশুটে নামা এক পাইলটকে আটক করা সম্ভব হয়।
এই ঘটনাগুলো ইসরায়েল-ইরান চলমান উত্তেজনার মধ্যে আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় ইরানের নজিরবিহীন কৌশলগত সাফল্য হিসেবেই বিবেচিত হচ্ছে।
একুশে সংবাদ/চ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

