বরিশালের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শীর্ষস্থান অর্জন করে পূর্বের ধারাবাহিকতা ধরে রেখেছে। প্রতিষ্ঠানটি ২০২৩ সালেও বরিশাল জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছিল।
২০২৫ সালের পরীক্ষায় এই বিদ্যালয় থেকে জেনারেল ও ভোকেশনাল শাখায় মোট ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে জেনারেল শাখা থেকে ১৫ জন ও ভোকেশনাল শাখা থেকে ৫ জন। এ বছর বিদ্যালয়ের গড় পাসের হার ৯০.৭২ শতাংশ, যেখানে বরিশাল শিক্ষা বোর্ডের গড় পাসের হার ছিল ৫৬.৩৮ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—জেনারেল শাখা: রাশিদা রহমান মাফি, প্রিয়াংকা বিশ্বাস, নাজাত ইসলাম স্মরণ, মরিয়ম ইসলাম মুনিরা, সুবহা জারিন, আফিফা আক্তার, পায়েল আক্তার, মুনতাকা আরাবি, তারানা খান, সুরাইয়া আফরিন, মুনতাহা জহির মুনিয়া, শ্রাবনী কর্মকার, রাইশা, ইলমি আরা খান ও শারিয়া ইসলাম। ভোকেশনাল শাখা: আফসানা, অনামিকা হালদার, মালিহা, তাজনুর ও মারিয়া।
বিদ্যালয়ের এমন ধারাবাহিক সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও অভিভাবকদের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকছুদা আক্তার বলেন, “শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষক-অভিভাবকদের একাগ্রতা ও নিয়মিত মনিটরিংয়ের ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
ম্যানেজিং কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন তালুকদার বিদ্যালয়ের এ সাফল্যে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। এদিকে বানারীপাড়া-উজিরপুর সংসদীয় আসনের বিএনপির একমাত্র অভিভাবক, শিক্ষাবিদ এস সরফুদ্দিন আহমেদ সান্টু সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে