গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ বিমান হামলায় আরও অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।
শুক্রবার (১১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার ভোর থেকে চালানো টানা হামলায় প্রাণহানির এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দেইর আল-বালাহ শহরে শিশুখাদ্য সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় নিহত হন ১৫ জন। তাঁদের মধ্যে ৯ জন শিশু এবং ৪ জন নারী ছিলেন। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন, যাদের মধ্যে ১৯ জন শিশু বলে জানানো হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। এক বিবৃতিতে তিনি বলেন, ‘যখন মানুষ বেঁচে থাকার আশায় ত্রাণের জন্য অপেক্ষা করে, তখন তাদের ওপর হামলা চালানো চরম নিষ্ঠুরতা।’
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত গাজা ভূখণ্ডে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত সেখানে ৫৭ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৩৭ হাজার ৬৫৬ জন আহত হয়েছেন।
একুশে সংবাদ/আ.ট/এ.জে