AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:০৯ এএম, ১১ জুলাই, ২০২৫

কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক চিঠিতে বিষয়টি জানিয়েছেন তিনি, যা কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। জানা গেছে, এটি চলমান শুল্ক নীতির অংশ হিসেবে ট্রাম্পের পাঠানো ২০টির বেশি হুমকি-সুলভ চিঠির একটি, যেগুলো বিভিন্ন দেশের নেতাদের উদ্দেশে পাঠানো হচ্ছে।

বর্তমানে কানাডা ও যুক্তরাষ্ট্র একটি নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে, যার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই পর্যন্ত। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই নতুন ঘোষণা চলমান আলোচনা প্রক্রিয়াকে অনিশ্চয়তার মুখে ফেলেছে।

চিঠিটি এমন এক সময়ে এসেছে, যখন ট্রাম্প ও কার্নির মধ্যে সম্পর্ক উষ্ণ হতে শুরু করেছে। গত ৬ মে কার্নি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। এছাড়া, কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনেও তাদের দেখা হয়।

সম্প্রতি কানাডা, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর আরোপিত কর প্রত্যাহারে সম্মত হওয়ায় ট্রাম্প পূর্বঘোষিত একটি পাল্টা শুল্ক নীতির স্থগিতাদেশ তুলে নিয়েছিলেন।

এদিকে, এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, এখনো যারা তার শুল্ক সম্পর্কিত চিঠি পাননি, তাদের জন্যও ১৫ থেকে ২০ শতাংশ হারে শুল্ক আরোপের চিন্তা করছেন তিনি।

এ তালিকায় রয়েছে ব্রাজিলও। ট্রাম্প জানিয়েছেন, যদি আলোচনা ফলপ্রসূ না হয়, তবে ব্রাজিলের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এ বিষয়ে বলেন, তিনি আলোচনার জন্য প্রস্তুত, তবে পাল্টা ব্যবস্থাও বিবেচনায় রয়েছে।

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!