আগামী ১৯ জুলাই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ভোলা পৌর জামায়াতের উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ভোলা শহরের খলিফা পট্টি মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার চত্বরে গিয়ে শেষ হয়।
সমাপনী বক্তব্যে ভোলা জেলা জামায়াতের নায়েবে আমির ও ভোলা-১ আসনের মনোনীত প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেন, গণতন্ত্র আজ দেশে ভূলুণ্ঠিত। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন ছাড়া জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। জুলাই বিপ্লবে নিহত ও আহতদের বিচারের দাবিসহ সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না।
পৌর সভাপতি মাওলানা জামাল উদ্দিন বলেন, সব দলের অংশগ্রহণে আন্তর্জাতিক মানদ-ে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে শান্তিপূর্ণ গণআন্দোলনের বিকল্প নেই। সমাবেশে আরও বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতের আমির মাস্টার মোঃ জাকির হোসাইন, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্বাস উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা জাকির হোসাইন, পৌর নায়েবে আমির মোঃ রুহুল আমিন, সেক্রেটারি মাওলানা আতাউর রহমান ও সহকারী সেক্রেটারি মেহেদী হাসান সুমনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। নেতাকর্মীরা ঢাকায় সমাবেশে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে নিজেদের শক্তি ও ঐক্য প্রদর্শনের আহ্বান জানান।
উল্লেখ্য, সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ দফা দাবির প্রেক্ষাপটে-যার মধ্যে রয়েছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন, ভোটাধিকার প্রতিষ্ঠা, খাদ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তা, মানবাধিকার ও নাগরিক স্বাধীনতার পুনঃপ্রতিষ্ঠাসহ যুগোপযোগী রাজনৈতিক সংস্কার।
একুশে সংবাদ/ভো.প্র/এ.জে