পটুয়াখালীর বাউফলে জালনোটসহ পলাশ হাওলাদার (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় পৌর শহরের মহিলা কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পলাশ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের নূরুল হক হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশ অভিযান চালিয়ে মহিলা কলেজ এলাকা থেকে ১ হাজার টাকার ৩৯টি জালনোটসহ পলাশকে আটক করে।
বাউফল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালনোটসহ পলাশকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
একুশে সংবাদ/প.প্র/এ.জে