AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে এনসিপির পথসভা, নিরাপত্তায় ৪০০ পুলিশ সদস্য


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
১২:৩৮ পিএম, ১৭ জুলাই, ২০২৫

ফরিদপুরে এনসিপির পথসভা, নিরাপত্তায় ৪০০ পুলিশ সদস্য

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুরে একটি গুরুত্বপূর্ণ পথসভা আয়োজন করেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে শহরের জনতা ব্যাংক মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভাকে ঘিরে পুরো এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সকাল থেকেই সভাস্থলে ভিড় করছেন বিভিন্ন গণমাধ্যমকর্মী। মঞ্চ নির্মাণকাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। জনতা ব্যাংক মোড় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা গেছে, যারা মঞ্চ ও আশপাশের এলাকায় কড়া নজরদারি করছেন।

ফরিদপুর এনসিপির সিনিয়র আহ্বায়ক এস এম জাহিদ বলেন, “নেতৃবৃন্দ এখনো ফরিদপুরে পৌঁছাননি। তবে আসার পথে মধুখালীতে আরও একটি পথসভা করার কথা রয়েছে।” তিনি আরও বলেন, “গোপালগঞ্জের মতো কোনো হামলা বা বিশৃঙ্খলার আশঙ্কা আমরা করছি না। ফরিদপুরের মানুষ সুশৃঙ্খল ও ভদ্র। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠান সম্পন্ন হবে।”

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, “পথসভাকে কেন্দ্র করে চার শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা নিরবচ্ছিন্ন টহলে রয়েছেন।”

তিনি আরও বলেন, “নিরাপত্তা বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। আমাদের প্রত্যাশা, পথসভাটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাভাবে সম্পন্ন হবে।”

 


একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!