অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত ৯৪ জন ফিলিস্তিনি।বুধবার (১৬ জুলাই) গাজার স্বাস্থ্য খাতের সূত্রগুলো এই তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে ২১ জন ছিলেন ত্রাণ সহায়তার জন্য অপেক্ষমাণ সাধারণ মানুষ।—এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
গত ছয় সপ্তাহ ধরে গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্র ও ত্রাণবাহী গাড়িবহরকে লক্ষ্য করে হামলা চালিয়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটিয়ে আসছে ইসরায়েলি বাহিনী।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, এই ধরনের হামলায় এ পর্যন্ত ৮৭৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।এদের বেশির ভাগই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত জিএইচএফ-এর ত্রাণকেন্দ্রের আশপাশে নিহত।
এছাড়া, জাতিসংঘের নিজস্ব ত্রাণবাহী বহর ও অন্য সংস্থাগুলোর কার্যক্রমেও হতাহতের ঘটনা ঘটেছে।আন্তর্জাতিক মহল বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও হামলা থামছে না।
ফলে গাজার মানুষের জীবন এখন চরম অনিশ্চয়তার মুখে।বিভিন্ন মানবাধিকার সংস্থা এসব হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছে এবং তীব্র উদ্বেগ প্রকাশ করেছে।
একুশে সংবাদ/এন.ট/এ.জে