গত ছয় সপ্তাহে গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৮৭৫ জনের বেশি ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগই প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত জিএইচএফের ত্রাণকেন্দ্রের আশপাশে।
এছাড়া অন্যান্য ত্রাণ সংস্থা এবং জাতিসংঘের নিজস্ব ত্রাণবাহী গাড়িবহরের কাছাকাছি হামলায় প্রাণ গেছে ২০১ জনের। এ তথ্য জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার দপ্তর। খবর : আল-জাজিরা।
মঙ্গলবার (১৫ জুলাই) প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে গাজায় মানবিক বিপর্যয়ের ভয়াবহ চিত্র উঠে আসে। বেসামরিক মানুষ যখন ত্রাণ সংগ্রহে আসছেন, তখন তাদের লক্ষ্য করে এই ধরনের হামলাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা।
জাতিসংঘ বলছে, এই পরিস্থিতি গাজাবাসীর জীবন কতটা বিপন্ন হয়ে উঠেছে, তা আরও একবার স্পষ্ট করে দিল।
একুশে সংবাদ/এন.ট/এ.জে