AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিয়ামি ব্লেজের অধিনায়ক হলেন সাকিব আল হাসান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:২৮ পিএম, ১৭ জুলাই, ২০২৫

মিয়ামি ব্লেজের অধিনায়ক হলেন সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অলরাউন্ডার সাকিব আল হাসান নতুন এক মঞ্চে আবারও নেতৃত্বের দায়িত্ব পেলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল মিয়ামি ব্লেজ তাকে দলটির অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক ঘোষণায় মিয়ামি ব্লেজ কর্তৃপক্ষ জানায়, সাকিবের অভিজ্ঞতা, পারফরম্যান্স এবং দৃঢ় নেতৃত্বগুণ দলকে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে।

ঘোষণায় বলা হয়, “সাকিব শুধু একজন ক্রিকেটার নন, তিনি একজন অনুপ্রেরণা। তার ব্যাটে-বলে যেমন আগুন, তেমনি মাঠে নেতৃত্বেও রয়েছে ইস্পাতের দৃঢ়তা। মাঠে নামলেই তিনি সৃষ্টি করেন আত্মবিশ্বাসের আবহ।”

নতুন ভূমিকায় দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সাকিব আল হাসানও। জানা গেছে, মিয়ামি ব্লেজের জার্সিতে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছেন তিনি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও একবার নিজের নেতৃত্বগুণ প্রমাণ করার সুযোগ পাচ্ছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

প্রসঙ্গত, সাকিব আল হাসান এর আগেও আইপিএল, সিপিএল, বিপিএলসহ বিভিন্ন লিগে নেতৃত্ব ও পারফরম্যান্সের মাধ্যমে নজর কেড়েছেন। এবার যুক্তরাষ্ট্রের মাটিতে নিজের অভিজ্ঞতার ঝুলিতে যোগ করতে যাচ্ছেন আরেকটি অধ্যায়।

 

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!