ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের উদ্যোগে সোমবার সকাল ১১ টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিন করেন। র্যালিত্তোর উপজেলা ফায়ার সার্ভিস একই চত্তরে অগ্নি নির্বাপক মহড়া দেন। এ মহড়া শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। সভায় “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এ মূল প্রতিপাদ্য বিষয়ের উপর অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, উপজেলা ভারপ্রাপ্ত ফায়ার ষ্টেশন মাষ্টার মুর্তাজা, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমূখ। বক্তরা প্রাকৃতিক দুর্যোগগুলো প্রশমনের জন্য পূর্ব প্রস্তুতী গ্রহনের উপর বিশদ আলোচনা করেন। একই সাথে মনুষ্য সৃষ্টি দুর্যোগগুলো রোধকল্পে জনসচেতনতার গড়ে তোলার উপর জোর দেন