সৌদি আরব সাময়িকভাবে বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য ‘ব্লক ওয়ার্ক ভিসা’ কোটা স্থগিত করেছে। শনিবার (৩১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের জারি করা এই সিদ্ধান্ত ২০২৫ সালের জুন মাস পর্যন্ত কার্যকর থাকবে। ব্লক ওয়ার্ক ভিসার পাশাপাশি ওমরাহ, ব্যবসা এবং পারিবারিক ভিজিট ভিসার বেশ কিছু ক্যাটাগরিও স্থগিত করা হয়েছে।
স্থগিতাদেশপ্রাপ্ত ১৪টি দেশ হলো—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরোক্কো।
বিশ্লেষকরা বলছেন, হজ মৌসুম শেষে অভ্যন্তরীণ ভ্রমণ এবং শ্রমবাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে সৌদি সরকার এই পদক্ষেপ নিয়েছে। তবে এই সিদ্ধান্তের প্রভাবে বিদেশি কর্মী নিয়োগে নির্ভর অনেক ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িক সংকটে পড়তে পারে।
প্রসঙ্গত, ‘ব্লক ওয়ার্ক ভিসা’ হলো সৌদি নিয়োগকর্তাদের জন্য নির্ধারিত একটি কোটা, যার মাধ্যমে তারা নির্দিষ্ট সংখ্যক বিদেশি নাগরিককে নিয়োগ দিতে পারেন। এটি অনুমোদিত হলে সংশ্লিষ্ট নিয়োগদাতা কোম্পানিগুলো সেই কোটার আওতায় ওয়ার্ক এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারে। সাধারণত একে গ্রুপ ভিসাও বলা হয়।
একুশে সংবাদ / আ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

