AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
শেরপুরবাসীর ঐক্যের নতুন দিগন্ত

ঢাকা কলেজে শেরপুর জেলা ছাত্রকল্যাণ কমিটি গঠন: সভাপতি আইয়ুব, সম্পাদক রাকিব



ঢাকা কলেজে শেরপুর জেলা ছাত্রকল্যাণ কমিটি গঠন: সভাপতি আইয়ুব, সম্পাদক রাকিব

“মাটির টানে ভ্রাতৃত্বের বন্ধনে এসো শেরপুরবাসী একসাথে বসি”— এই স্লোগানকে ধারণ করে ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা কলেজে গঠিত হলো শেরপুর জেলা ছাত্রকল্যাণ কমিটি।

নতুন কমিটিতে ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

উপদেষ্টা পরিষদ নবনির্বাচিত ১ বছরের মেয়াদী ৮৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

৬ সদস্যের উপদেষ্টা পরিষদের প্রধান উপ-অধ্যক্ষ পারভীন সুলতানা হায়দার বলেন,  “এই কমিটি শেরপুর জেলার মেধাবী ও প্রগতিশীল শিক্ষার্থীদের একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করবে। ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।”

নবনির্বাচিত সভাপতি আইয়ুব আলী বলেন, “শেরপুরের শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, ঢাকায় অবস্থানরত শেরপুরের শিক্ষার্থীরা যেন একে অপরের শক্তি হয়ে দাঁড়ায়।”

সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাকিব বলেন,  “এই কমিটি শুধু আনুষ্ঠানিক নয়—এটি হবে শেরপুরের শিক্ষার্থীদের হৃদয়ের বন্ধন। শিক্ষাগত, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা জেলার ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে চাই।”

উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন আফতাবুন নাহার, সাইফুল ইসলাম, শেখ ফরিদ, এএসএম ফয়সাল ওরফে অন্তর এবং সাদিক লিসান।

কমিটি গঠনের মাধ্যমে ঢাকায় অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দের জোয়ার বইছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!