আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই—দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাই” এই স্লোগানকে ধারণ করে কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে ভিটিকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সভাপতি মো. সালাউদ্দিন ভূঁইয়া।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা জামায়াতে ইসলামী’র আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মো. সালাউদ্দিন আহমেদ, উপজেলা ব্যবসায়িক ফোরামের সাধারণ সম্পাদক ও জামায়াতে ইসলামী নেতা মো. নুরে আলম, ভিটিকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সভাপতি মো. আলাউদ্দিন ভূঁইয়া, সেক্রেটারি মোহাম্মদ শফিকুল ইসলাম এবং জামায়াতে ইসলামী নেতা ডা. মো. বাবুল মিয়া প্রমুখ।
এসময় ভিটিকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে