গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলায় বৃহস্পতিবার ভোর থেকে অন্তত ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিমান ও স্থল হামলার তীব্রতায় অঞ্চলজুড়ে মৃত্যু ও ধ্বংসের সংখ্যা বাড়ছেই। গাজা থেকে আসা ছবিতে দেখা গেছে, আতঙ্কিত ফিলিস্তিনিরা উত্তরাঞ্চল ছেড়ে পালিয়ে যাচ্ছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে অনাহারে ২৯ জন শিশু ও বৃদ্ধ মারা গেছেন। এলাকাজুড়ে খাদ্যাভাব চরম আকার ধারণ করেছে, যার ফলে আরও হাজার হাজার মানুষ অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৫৩ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও এক লাখ ২২ হাজার ১৯৭ জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। কারণ ধ্বংসস্তূপের নিচে এখনো অসংখ্য মানুষ চাপা পড়ে আছেন, যাদের জীবিত উদ্ধার সম্ভব না হওয়ায় তাদের মৃত বলে গণ্য করা হচ্ছে।
এদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে ইরানের হুঁশিয়ারিতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘে পাঠানো এক চিঠিতে বলেন, “ইসরায়েল যদি আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়, তবে তার দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে।” তিনি আরও বলেন, ইরান বিশ্বাস করে, এই ধরনের কোনো আগ্রাসনে মার্কিন সম্পৃক্ততা থাকবে এবং তারা এর আইনি দায় এড়াতে পারবে না।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো নতুন তথ্য পেয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি নজিরবিহীন উত্তেজনার দিকে ধাবিত হচ্ছে, যার পরিণতি নিয়ে উদ্বিগ্ন বিশ্বজনমত।
একুশে সংবাদ//এ.জে