AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

“ভারত এই পরাজয় কখনো ভুলবে না” — শাহবাজ শরিফ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:২১ পিএম, ২৩ মে, ২০২৫

“ভারত এই পরাজয় কখনো ভুলবে না” —  শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, “ভারত এই পরাজয় কখনো ভুলবে না।” শুক্রবার (২৩ মে) সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে আনুষ্ঠানিকভাবে ফিল্ড মার্শাল পদে উন্নীত করার এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ইসলামাবাদে আয়োজিত অনুষ্ঠানে শাহবাজ বলেন,“আমাদের সেনাবাহিনী শুধু সীমান্ত রক্ষা করেনি, যুদ্ধকে শত্রুর ভূখণ্ডেও নিয়ে গেছে। অল্প সময়েই তারা শত্রুকে মাটিতে নামিয়ে এনে শিক্ষা দিয়েছে।”


তিনি যোগ করেন, “কেউ কেউ ভেবেছিল পাকিস্তান প্রচলিত যুদ্ধের ক্ষেত্রে পিছিয়ে আছে। কিন্তু এই যুদ্ধ সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে।”

অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রপতি বলেন,“আজ আমরা সম্মান জানাচ্ছি সেই সব বীরদের, যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দেশের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষা করেছেন।”
তিনি আনুষ্ঠানিকভাবে জেনারেল সৈয়দ আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করে ব্যাটন হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এদিন প্রশংসা করেন ফিল্ড মার্শাল আসিম মুনির, সিজেসসিসি প্রধান জেনারেল সাহির শামশাদ মির্জা , বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নবীদ আশরাফ-কে।

অনুষ্ঠানে শাহবাজ বলেন, “আমাদের ঐক্য, সাহস ও ঈমান আমাদের অর্থনৈতিক অগ্রগতির দিকে নিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় অর্জিত হবে। ইনশাআল্লাহ, একদিন কাশ্মীর পাকিস্তানের অংশ হবে।”

এ বক্তব্য এমন এক সময়ে এল, যখন ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা প্রশমিত থাকলেও, কাশ্মীর ইস্যুতে রাজনৈতিক বাকযুদ্ধ চলছে।
আসিম মুনির ২০২২ সালের নভেম্বরে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন। এবার তার ফিল্ড মার্শাল পদোন্নতি তাকে পাকিস্তানি সামরিক ইতিহাসে বিশেষ মর্যাদায় উন্নীত করল।

এই বক্তব্য পাকিস্তান-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উত্তেজনার ইঙ্গিত দিতে পারে। ভারতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে কূটনৈতিক মহলে আলোচনার ঝড় বইছে—বিশেষ করে “ভারত পরাজিত হয়েছে” এমন দাবি ঘিরে।

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!