মুকসুদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মহারাজপুর ইউনিয়ন শাখার আয়োজনে শুক্রবার (২৩ মে) বিকেলে মহারাজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আব্দুল ওহাব মোল্যা, মুকসুদপুর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. ইমরান সরদার এবং সাধারণ সম্পাদক অধ্যাপক নজিবুর রহমান।
মহারাজপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা মো. নজরুল ইসলাম সভাপতিত্ব করেন, আর সঞ্চালনা করেন সেক্রেটারি মনিরুল কবি।
একুশে সংবাদ/গো.ট/এ.জে