AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তুরস্কজুড়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৬ সেনা কর্মকর্তা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:৫৪ পিএম, ২৩ মে, ২০২৫

তুরস্কজুড়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৬ সেনা কর্মকর্তা

তুরস্কে ফেতুল্লাহ গুলেনপন্থীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে দেশটির ৩৬টি প্রদেশ থেকে সেনাবাহিনীর ৫৬ জন কর্মকর্তাসহ মোট ৬৩ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার (২৩ মে) দেশটির সরকারি সংবাদমাধ্যম সাবাহ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ইস্তাম্বুলের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জানায়, আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ—তারা গুলেন পরিচালিত তথাকথিত সন্ত্রাসী সংগঠন ‘ফেতুল্লাহ সন্ত্রাসী গোষ্ঠী’র (FETO) সদস্য। এই অভিযানে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন—৪ জন কর্নেল, ৮ জন লেফটেন্যান্ট কর্নেল, ১২ জন মেজর, ১৫ জন ক্যাপ্টেন এবং ২৪ জন নন-কমিশনড অফিসার।

সূত্র জানায়, গুলেনপন্থী হিসেবে সন্দেহভাজনদের বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। অভিযানে তারা বিভিন্ন প্রদেশে অবস্থান করছিলেন।

এক সময় প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ধর্মপ্রচারক ফেতুল্লাহ গুলেন পরে শীর্ষ রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে ওঠেন। ২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের মূল হোতা হিসেবে গুলেনকেই দায়ী করে আসছে আঙ্কারা। সেই অভ্যুত্থানে ২৫২ জন নিহত ও প্রায় তিন হাজার মানুষ আহত হন।

গুলেনের নেতৃত্বাধীন হিজমেত আন্দোলন একসময় দেশটির প্রশাসন, বিচার বিভাগ ও শিক্ষা খাতে শক্ত অবস্থান তৈরি করেছিল। তবে অভ্যুত্থানের পর থেকে গোষ্ঠীটিকে নির্মূল করতে একের পর এক অভিযান চালিয়ে আসছে এরদোয়ান সরকার।

তুরস্কের গোয়েন্দা সূত্র বলছে, গত বছরের অক্টোবরে গুলেনের মৃত্যুর পর সংগঠনটিতে বিভাজন ও নেতৃত্ব সংকট দেখা দিয়েছে। এর মধ্যেও বিশ্বজুড়ে গুলেন-ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আঙ্কারা।

 


একুশে সংবাদ/চ.ট/এ.জে

Link copied!