মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় বালিয়াটি ইউনিয়নের শিমুলিয়া গ্রামের রাসেল (১৭) নামের এক কিশোরের বিষপানে আত্মহননের খবর পাওয়া গেছে। শুক্রবার (২ মে) দিবাগত রাত ৮ টার দিকে নিজ বাড়িতে ওই কিশোর বিষপান করেন।
এক পর্যায়ে পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজে প্রেরণ করেন।
মানিকগঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়।
সোমবার (৫ মে) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোর মারা যান। রাসেল এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি শিমুলিয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, পাশের গ্রামের একই বয়সী মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাসেলের। ওই মেয়ের অন্যত্র বিয়ে ঠিক হলে রাসেল পরিবারের লোকজনকে বিষয়টি জানান। পরিবারের লোকজন ছেলের বিষয়ে অবগত হয়ে মেয়ের পরিবারকে জানান এবং বিয়ের জন্য প্রস্তাব দেন। মেয়ের পরিবার রাজি না হওয়ায় অভিমানে রাসেল বিষপান করেন।
সাটুরিয়া থানার উপপরিদর্শক (সেকেন্ড অফিসার) আরিফ খান জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :