পটুয়াখালীর বাউফল উপজেলায় ইউএনও মো. আমিরুল ইসলামকে খুশি করতে সাংবাদিকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদের পেছনে রয়েছে কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ও বাউফল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শহিদুল হক সোহেলের বিরুদ্ধে ইউএনও’র হুমকি ও অসদাচরণ নিয়ে প্রকাশিত সংবাদগুলো।
শুক্রবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে শিক্ষক, রাজনৈতিক নেতারা ও স্থানীয় স্বল্পসংখ্যক কিছু ছাত্র ও সমর্থক অংশগ্রহণ করেন।
মিছিলে ‘প্রশাসনের অপমান চলবে না’, ‘ইউএনও স্যারের অপমান সহ্য করা হবে না’, ‘সাংবাদিকদের কালো হাত, ভেঙ্গে দেও, গুড়িয়ে দেও’ জাতীয় স্লোগান দেওয়া হয়।
মিছিলে নেতৃত্ব দেন কারখানা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষক ও আওয়ামী লীগ সমর্থিত সংগঠনের নেতা মঞ্জুর মোর্শেদসহ অন্যরা। বিএনপির একাংশের কিছু নেতাকর্মীরও অংশগ্রহণ ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, ইউএনও মো. আমিরুল ইসলাম সংশ্লিষ্ট মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষকদের বাধ্য করে এই মিছিলে অংশগ্রহণ করিয়েছেন। এছাড়া জানা যায়, ইউএনও’র পরিবার এবং রাজনৈতিক সংযোগ রয়েছে কেন্দ্রীয় ক্ষমতাসীন দলের সাথে।
স্থানীয় সাংবাদিক ও মানবজমিনের বাউফল প্রতিনিধি তোফাজ্জেল হোসেন বলেন, “ইউএনওকে খুশি করার জন্য তার সহযোগীরা সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মিছিল ও সমাবেশের আয়োজন করেছে। ইউএনও’র দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের তৎপরতাকে দমন করার চেষ্টা চলছে।”
ইউএনও মো. আমিরুল ইসলাম আগে মানিকগঞ্জের ঘিওরে কর্মরত থাকাকালে দুর্নীতির অভিযোগে বিতর্কিত ছিলেন। বাউফলে এসে আবারো দুর্নীতির অভিযোগ উঠেছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
একুশে সংবাদ/প.প্র /এ.জে