জাঁকজমকপূর্ণ আয়োজনে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ১৮তম পালাবদল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) উপজেলার একটি স্থানীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের লাইফ গভর্নর এপে. এড. সমিউল আলম এবং বিশেষ অতিথি ছিলেন লাইফ গভর্নর এপে. আখতার হোসেন খান।
সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন পিডিজি-৪ এপে. এড. জালাল উদ্দিন, ডিস্ট্রিক্ট সেক্রেটারি হাবিবুন্নবী শাহেদ, এপেক্স ক্লাব অব সিলেটের অতীত সভাপতি এপে. মোস্তাফিজুর রহমান, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের অতীত সভাপতি এপে. শহীদুল ইসলাম তনয়, এবং জুড়ী ভ্যালির অতীত সভাপতি এপে. সিরাজুল ইসলাম, এপে. রাজু আহমেদ, হাবীবুর রহমান, এপে. আনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব সুনামগঞ্জের সভাপতি এপে. এড. সালমান উদ্দিন, হাকালুকি ভিউর প্রেসিডেন্ট এপে. উমর ফারুক এবং অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি এপে. নোমান আহমদ ২০২৫ বর্ষের জন্য নবনির্বাচিত সভাপতি এপে. হাসান আহমদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এপেক্স বাংলাদেশের জেলা-০৪ এর গভর্নর এপে. এড. জয়ন্ত চন্দ্র ধর।
পালাবদল কমিটির চেয়ারম্যান এপে. নাজিম উদ্দিন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুড়ী ভ্যালির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. প্রভাষক জহিরুল ইসলাম সরকার, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. আতিকুর রহমান, সেক্রেটারি ও ডিএন এডিটর এপে. শামীম আহমদ, ট্রেজারার এপে. স্বপন তালুকদার, সার্ভিস ডিরেক্টর এপে. মিজানুর রহমান বাবলু এবং এপে. সোহেল আহমদ, হাবীবুর রহমান হাবীব, গৌছ উদ্দিন প্রমুখ।
একুশে সংবাদ/মৌ.প্র /এ.জে