মাত্র কয়েক ঘণ্টা আগেই ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। আর তার মধ্যেই ফের বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারতশাসিত কাশ্মীর। বিশেষ করে শ্রীনগরে একাধিক বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে।
আল জাজিরা জানিয়েছে, শনিবার (১০ মে) সন্ধ্যায় শ্রীনগর, বারামুল্লা এবং জম্মু এলাকায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইট করে বলেন, "এটা কোনো যুদ্ধবিরতি নয়।"
স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের পর অনেকেই আতঙ্কে ঘরের কোণে জড়ো হন, আলো নিভিয়ে দেন।
শ্রীনগরের বাসিন্দা মাদিহা ফারুক বলেন,“চা খেতে বসেছিলাম পরিবার নিয়ে। হঠাৎ করে চারপাশ কেঁপে উঠল। কেউ জানে না, এখন কি করবো।”
স্থানীয় সাংবাদিক উমর মেহরাজ বলেন,“বিস্ফোরণের শব্দ ছিল প্রচণ্ড। এয়ার সাইরেনও শোনা গেছে। আকাশে কিছু উড়তে দেখেছি। সম্ভবত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে।”
ভারত বা পাকিস্তান— কোনো পক্ষই এখনও ঘটনার দায় স্বীকার করেনি। হতাহতের তথ্যও পাওয়া যায়নি।
একুশে সংবাদ/চ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

