AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতীয় বিভিন্ন সংস্থাগুলোর ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৪৫ এএম, ২০ মে, ২০২৫

ভারতীয় বিভিন্ন সংস্থাগুলোর ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

ভারতীয় একাধিক ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এসব সংস্থাকে সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করার অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। সোমবার (১৯ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর দ্য ইকনোমিক টাইমস।

বিবৃতিতে জানানো হয়, ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলো প্রতিনিয়ত কনস্যুলার অ্যাফেয়ার্স ও ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিসের মাধ্যমে অবৈধ অভিবাসন ও মানবপাচারকারীদের শনাক্ত করতে কাজ করছে। এসব চক্র ভেঙে দিতে যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও ভিসা নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, “আমাদের অভিবাসন নীতির মূল লক্ষ্য কেবল অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করাই নয়, বরং যারা এসব আইনের লঙ্ঘনে জড়িত তাদের জবাবদিহির আওতায় আনাও।”

যুক্তরাষ্ট্রের বক্তব্য অনুযায়ী, অবৈধ অভিবাসনে সহায়তা করা ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোকেও আইনি কাঠামোর আওতায় আনা হবে। এই উদ্যোগকে অভিবাসন আইন বাস্তবায়ন এবং মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, আইনের শাসন প্রতিষ্ঠা ও সীমান্ত সুরক্ষায় এ ধরনের নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি কৌশলের অংশ।

 

একুশে সংবাদ/ চ.ট/এ.জে

Link copied!