ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টা চালানো এক ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। বৃহস্পতিবার (৮ মে) সকালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ভোরে ক্যান্টনমেন্ট এলাকার আকাশে দুটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ্রুত প্রতিক্রিয়া জানায় প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করায় ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়।
সামরিক সূত্র জানিয়েছে, উচ্চমাত্রায় উড়ন্ত ড্রোনটি পাকিস্তানি ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। ড্রোনটিকে লক্ষ্য করে অন্তত দুটি গুলি ছোড়া হয়। ধ্বংসাবশেষ গুজরাট জেলার ডিঙ্গা এলাকার কাছে পড়েছে।
স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষ উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য জব্দ করেছে। তদন্তের মাধ্যমে ড্রোনটির উৎপত্তি, মডেল ও এর মাধ্যমে কী তথ্য সংগ্রহ বা হামলার উদ্দেশ্য ছিল, তা বিশ্লেষণ করা হচ্ছে।
ঘটনাটিতে কোনো প্রাণহানি বা স্থাপনা ক্ষয়ক্ষতির খবর না মিললেও এটি দু’দেশের মধ্যে চলমান সামরিক উত্তেজনাকে আরও জটিল করে তুলছে। এর একদিন আগেই ভারতের হামলায় পাকিস্তানে প্রাণহানির ঘটনা ঘটে, তার জবাবে সীমান্তে ব্যাপক গোলাবর্ষণ চালায় পাকিস্তান। সেই ধারাবাহিকতায় এটিকে নতুন মাত্রার আগ্রাসন বলেই মনে করছেন বিশ্লেষকরা।
একুশে সংবাদ/চ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :