AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের পাঁচ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:২৩ এএম, ৭ মে, ২০২৫

ভারতের পাঁচ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। সেই সঙ্গে কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করা হয়েছে বলেও দাবি করেছে ইসলামাবাদ। বুধবার (৭ মে) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

তিনি বলেন, ভারত যদি আগ্রাসন বন্ধ করে, তবে আলোচনা সম্ভব। তবে পাল্টা হামলা চালাতে তারা প্রস্তুত রয়েছেন। খাজা আসিফের ভাষায়, “আমরা চাই পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকুক, তবে শত্রুতাপূর্ণ পদক্ষেপ এলে পাকিস্তান নিশ্চুপ থাকবে না।”

খবরে আরও বলা হয়, ভারতের মিসাইল হামলার পাল্টা জবাবে পাকিস্তান শুধু যুদ্ধবিমান নয়, ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তরেও আঘাত হেনেছে। সরকারি টিভি চ্যানেল পিটিভিকে দেওয়া তথ্য অনুযায়ী, ওই সদরদপ্তর ধ্বংস করে দেওয়া হয়েছে।

এছাড়া, নিয়ন্ত্রণ রেখার দুদনিয়াল সেক্টরে মিসাইল হামলা চালিয়ে ভারতীয় একটি চৌকি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। দেশটি দাবি করেছে, ভারতীয় একটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে।

প্রথমে তিনটি যুদ্ধবিমান ধ্বংসের কথা বলা হলেও, পরে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সংখ্যা বাড়িয়ে পাঁচে উন্নীত করেছেন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় মিসাইল হামলা চালায় ভারত। পাল্টা জবাবে পাকিস্তানও সামরিক পদক্ষেপ নেয়।

পাকিস্তানের ডিজিএফআই প্রধান আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের হামলায় এখন পর্যন্ত আটজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।

 

একুশে সংবাদ/ ঢ.প/এ.জে

Shwapno
Link copied!