AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়ালৎসকে সরিয়ে দিলেন ট্রাম্প


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৩৭ এএম, ২ মে, ২০২৫

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়ালৎসকে সরিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎসকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে অন্তর্বর্তীকালীনভাবে দায়িত্ব পালন করবেন দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার (১ মে) হোয়াইট হাউসে এ সিদ্ধান্ত নেন ট্রাম্প। খবর রয়টার্সের।

ট্রাম্প এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ওয়ালৎসের ‘জাতীয় স্বার্থে কঠোর পরিশ্রম’-এর প্রশংসা করেন এবং জানান, জাতিসংঘে মার্কিন পরবর্তী দূত হিসেবে তাকে মনোনীত করবেন।

তবে ওয়ালৎসকে সরিয়ে দেওয়ার পেছনে তার একটি সাম্প্রতিক ভুলের ভূমিকা আছে বলে জানা গেছে। তিনি এক নিরাপত্তাবিষয়ক বার্তার গ্রুপ চ্যাটে ভুলক্রমে একজন সাংবাদিককে যুক্ত করেন, যা অভ্যন্তরীণ তথ্য ঝুঁকিতে ফেলে দেয়। ঘটনার পর তিনি প্রেসিডেন্টের আস্থাও হারাতে থাকেন।

এদিকে ওয়ালৎসের ঘনিষ্ঠ সহকারী এবং এশিয়া বিশেষজ্ঞ অ্যালেক্স ওংও তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে উত্তর কোরিয়াবিষয়ক কূটনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

নতুন দায়িত্ব পাওয়া মার্কো রুবিওর ক্ষেত্রে ইতিহাসে প্রথমবারের মতো নয়, এর আগে সত্তরের দশকে হেনরি কিসিঞ্জার একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

 

একুশে সংবাদ//আ.ট//এ.জে

Shwapno
Link copied!