AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইউরোপীয় ইউনিয়নের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৫৭ পিএম, ২৩ জুলাই, ২০২৫

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইউরোপীয় ইউনিয়নের

গাজায় মানবিক পরিস্থিতির উন্নয়নে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না ঘটায় ইসরায়েলের প্রতি কঠোর বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস জানিয়েছেন, ইসরায়েল তাদের প্রতিশ্রুতি রক্ষা না করলে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ বিবেচনায় নেওয়া হবে—যা অনেকেই নিষেধাজ্ঞার ইঙ্গিত হিসেবেই দেখছেন।

মঙ্গলবার (২২ জুলাই) এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় ক্যালাস বলেন, “গাজায় অবরুদ্ধ অঞ্চলে মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করতে ইসরায়েল যদি ব্যর্থ হয়, তাহলে সব বিকল্প খোলা রয়েছে। বেসামরিক মানুষের ওপর হামলা চলতে দেওয়া যাবে না।”

এ প্রসঙ্গে তিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারের সঙ্গে কথাও বলেছেন বলে জানান। ক্যালাস বলেন, তিনি গিডিয়নকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, ইসরায়েলি বাহিনীকে অবশ্যই ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা ও বেসামরিক হতাহতের ঘটনা বন্ধ করতে হবে।

ইইউর পক্ষ থেকে এই হুঁশিয়ারি এমন এক সময় দেওয়া হলো, যখন গাজায় চরম দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে এবং অনাহারে প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা ইতোমধ্যে ১০০ ছাড়িয়েছে।

এর আগে, চলতি মাসের শুরুতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ নীতির সমালোচনার প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে তেলআবিব সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। তখন ইসরায়েল গাজায় মানবিক সহায়তার প্রবাহ বাড়াতে সম্মত হয়েছিল। প্রতিশ্রুতির মধ্যে ছিল—বেশি সংখ্যক ত্রাণবাহী ট্রাক প্রবেশ, অতিরিক্ত ক্রসিং পয়েন্ট চালু এবং বিতরণ রুট সম্প্রসারণের ব্যবস্থা। কিন্তু সহায়তা সংস্থাগুলোর দাবি, বাস্তবে এসব প্রতিশ্রুতি কার্যকর হয়নি।

এদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ চলতি সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন। সফরের মূল লক্ষ্য হলো গাজায় যুদ্ধবিরতির বিষয়টি আলোচনা করা এবং একটি আন্তর্জাতিক মানবিক করিডোর গঠনের বিষয়ে মতবিনিময় করা। খবর অনুযায়ী, ইউরোপ সফরের পর তিনি মধ্যপ্রাচ্যেও সফর করতে পারেন।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Link copied!